"গুচ্ছ এইড ভর্তি সহায়িকা মানবিক" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
স্বপ্ন পূরণের এক কঠিনধাপে তীব্র প্রতিযােগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিজেকে উত্তম প্রতিযােগী হিসেবে গড়ে তুলতে পাঠ সহায়ক হিসেবে উত্তম বইয়ের কোনাে বিকল্প নেই।
দুঃখজনক হলেও একথা সত্য যে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য কোনাে পূর্ণাঙ্গ গাইড বই বাজারে নেই বিধায় ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষাসমূহে ভালাে ফলাফল অর্জন করতে পারছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিক বিভাগ বিভাগের জন্য একটি ভালাে বইয়ের অভাব পূরণের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াসের গুচ্ছ এইড মানবিক বইটি প্রকাশিত হলাে- যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাণিজ্য শাখার পরীক্ষার্থীদের জন্য এক মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস বইটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের জন্য শতভাগ সহায়ক ভূমিকা পালন করবে।
Frequently Bought Together
Products from this Seller
View All
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to